মতবিনিময় সভা
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা মডেল থানা পুলিশের উদ্যোগে থানা মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রতিটি মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মডেল থানার ওসি লুৎফুল হকের সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার খন্দকার আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, লিটন চন্দ্র পন্ডিত, নির্মল কুমার দাস, সিতাংশু বিকাশ চৌধুরী, পুলক সরকার ও রতন চন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
শপথ গ্রহণ
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর মহানগরের ঐতিহ্যবাহী টঙ্গী সাংবাদিক ক্লাবের (২০২৩-২০২৫) মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার টঙ্গী সাংবাদিক ক্লাব প্রাঙ্গণে শপথ বাক্য পাঠ করান টঙ্গী সাংবাদিক ক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, আব্দুলস্নাহ আল মামুন, কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, নাসির উদ্দিন বুলবুল, মনসুর আহমেদ, সাইফুল ইসলাম দুলাল, আ'লীগ নেতা হাজী শহীদুজ্জামান সুমন ও খশরু মৃধা প্রমুখ।
জলাতঙ্ক দিবস
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
'জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান'- এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আলোচনা সভা ওর্ যালির আয়োজন করে।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সভাকক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাকসুদা আক্তার রিমির সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জেবুন্নেসার সভাপত্বিতে বক্তব্য রাখেন নির্মলেন্দু সরকার বাবুল, নুরুল আকরাম খান, নজরুল ইসলাম, ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। রোববার ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে কেক কেটে এ বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আজগর।
বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল করিম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমাল ও থানার ওসি মোস্তাফিজার রহমান প্রমুখ।
রোড মার্চ
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা-৩ আসনে বাংলাদেশ বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চের সহসভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী সচিব রোটারিয়ান এম নাজমুল হাসান ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চে অংশ গ্রহণ করেছেন। রোববার প্রায় ২ শতাধিক মোটর সাইকেল ও ৫০-৬০টি পিকআপ গাড়ি বহরে খালেদা ও তারেক জিয়ার ব্যানার ফেস্টুন নিয়ে রোড মার্চ অনুষ্ঠিত হয়।
মাথার ক্যাপের মধ্যে লেখা ছিল নেত্রকোনা ৩ থেকে রোটারিয়ান এম নাজমুল হাসান। নাজমুল হাসান বলেন, ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ রোড মার্চ।
সচেতনতা সভা
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) দমনে কৃষক পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা সদরের টিএলবি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক, কীটনাশক রিটেলার, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এ সমাবেশে অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, প্রেস ক্লাব সভাপতি শাহজাহান শাজু, কৃষি কর্মকর্তা নাজিবুর রহমান, এমরান হোসেন, জামিনুর রহমান, সিনজেন্টা বাংলাদেশের প্রতিনিধি এসপিও মহসিন আলী প্রমুখ।
কর্মীসভা অনুষ্ঠিত
ম ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার মামুদপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
\হঅন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোলস্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম প্রমুখ।
নারীদের ফুটবল
ম শেরপুর প্রতিনিধি
বৃহত্তর ময়মনসিংহ ফুটবল প্রতিযোগিতা ২০২৩-এর নারী দলের উদ্বোধনী খেলায় স্বাগতিক শেরপুরের বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পেয়েছে ময়মনসিংহ জেলা দল। রোববার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুলস্নাহ আল খায়রুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী।
বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। স্থানীয় দর্শক উভয় দলকেই তালি দিয়ে উৎসাহিত করতে কার্পণ্য করেননি।
পিপিআর টিকা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
'পিপিআর রোগের টিকা দিন ছাগল ও ভেড়া সুস্থ রাখুন'- এই সেস্নাগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় ১০ দিনব্যাপী পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার এ ক্যাম্পেইন উদ্বোধন করেন আটঘরিয়া ইউএনও নাহারুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন মেয়র শহিদুল ইসলাম রতন, জেলা ভেটেরিনারি অফিসার সেলিম হোসেন শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আকলিমা খাতুন। ৫৭ হাজার ছাগল-ভেড়াকে টিকা দেওয়া হবে।
গণসংযোগ
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গণসংযোগ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় আ'লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। রোববার দুই উপজেলার বিভিন্ন হাটবাজারে জনগণের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও গণসংযোগ করেন তিনি। তার সঙ্গে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এলাকায় আওয়ামী লীগের সরকারের উন্নয়নকে আরও গতিশীল করতে প্রচার প্রচারণায় নেমেছেন তিনি।
বার্ষিক সম্মেলন
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার কড়ইতলা মোলস্না বাজার মাঠে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড শাখার আহ্বায়ক রাসেল মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিপন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী। উদ্বোধন করেন গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মুস্তাফিজুর রহমান, নুরে আজাদ ইমরান প্রমুখ।
র্
যালি অনুষ্ঠিত
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
'শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি' প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্ যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম।র্ যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।
কার্যনির্বাহী সভা
ম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা সম্মেলন কক্ষে সংস্থার কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার নবাগত জেলা প্রশাসক ও সংস্থার সভাপতি কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির ফুল মিয়া, সাধারণ সম্পাদক, শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সহকারী কমিশনার (ভূমি) ইউএনও রেজাউল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, খেলাধুলার স্বার্থে জেলা ক্রীড়া সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সভায় সাধারণ সম্পাদক সভার আলোচ্য বিষয় উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিদায় সংবর্ধনা
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে গুড়নই সিনিয়র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা চত্বরে অধ্যক্ষ জারজিজার রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গুড়নই সিনিয়র মাদ্রাসার সভাপতি বেদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান প্রামাণিক।
বিশেষ অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গ্রামে মতবিনিময় সভা করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর-১ আসন থেকে আগামী দ্বাদশ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছেন।
সোমবার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া সরকার বাড়ি ও সদর ইউনিয়নের মুনাকুশা গ্রামে স্থানীয় এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন করেন তিনি। সভায় মধ্যে বক্তব্য রাখেন গোলাম মো. মুছা, জিএম মুরাদ, মুছা তারেক, মেজাজুল হক প্রমুখ।
কৃষি মেলা
ম নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি মেলার আয়োজন করে।
২০২৩-২৪ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠিত
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিডি), ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরার সভাপতিত্বে এমটি ইপিআই কর্মকর্তা আলমগীর হোসেনের উপস্থাপনায় মূল বক্তব্য রাখেন ডা. শহিদুল ইসলাম খন্দকার। এ সময় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ১২০ জন প্রধান শিক্ষকসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুল ইসলাম, সিরাজদিখান প্রেস ক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ চেয়ারম্যান
ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। ২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা, শিক্ষার্থীদের পড়াশুনার তদারকি করার স্বীকৃতিস্বরূপ তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
শহিদুল ইসলাম শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।