সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিএনপি পিটার হাসকে অবতার মনে করে -শাজাহান খান

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৩, ০০:০০
মাদারীপুরের রাজৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান -যাযাদি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, 'বিএনপির অবতার হিসেবে নাকি পিটার হাস আবির্ভূত হয়েছে। তারা জনগণের ওপরে ভরসা রাখতে পারেনি। পিটার হাসকে মনে করেছে অবতার। যারা জনগণের ওপর আস্থা রাখে না, যারা জনগণের ওপর বিশ্বাস রাখে না তারাই এ কথা বলতে পারে।'

বৃহস্পতিবার মাদারীপুরের রাজৈর উপজেলার আসমত আলী খান মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'বিএনপি বলে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, তা নাহলে নাকি আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। আওয়ামী লীগ পালাবার দল নয়, বঙ্গবন্ধুর আদর্শের দল।'

শাজাহান খান বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছর শাসন আমলে দেশের যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কোনো বিকল্প নেই। সারা দেশে মসজিদ ও মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের অকল্পনীয় উন্নয়ন করেছেন।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহা মিয়া, যুগ্ম আহ্বায়ক আ ফ ম ফুয়াদ, জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুশীল দাস, ওসি আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার ২৬৩টি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এ সময় এমপি ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২৬৩টি পূজামন্ডপে এক হাজার করে টাকা ও সরকারিভাবে ৫০০ কেজি চালের অনুকূলে ১৭ হাজার টাকা বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে