সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আমাদের বেঁচে থাকার তাগিদে সুন্দরবন রক্ষা করতে হবে -উপমন্ত্রী নাহার

কয়রা (খুলনা) প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৩, ০০:০০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, 'আমাদের বেঁচে থাকার তাগিদে সুন্দরবন রক্ষা করতে হবে। সুন্দরবনের গুরত্ব আমরা তখনি বুঝি যখন কোন প্রাকৃতিক দুর্যোগ আসে। সেজন্য সুন্দরবন রক্ষার দায়িত্ব আমাদের সবার নিতে হবে। আমরা যেমন ভালোবাসি তেমনি সুন্দরবনকে ভালোবাসতে হবে এবং জীববৈচিত্র্যকে রক্ষা করতে হবে।'

বৃহস্পতিবার সুন্দরবন পশ্চিশ বনবিভাগের আয়োজনে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন মাঠে বাঘ সংরক্ষণ সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬, কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) ডক্টর আবু নাসের মোহসিন হোসেন।

বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার-ডি সার্কেল সাইফুল ইসলাম, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) নুরুল কবির, সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেডএম হাচানুর রহমান, কয়রা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে