চট্টগ্রামের মিরসরাইয়ে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর:
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
পরিবারের আদরের সন্তান রাকিব হোসেন (১৬)। মায়ের জন্য ওষুধ কিনে ফেরার পথে দুর্ঘটনায় হারিয়েছে প্রাণ। তার মৃতু্যর শোকে স্তব্ধ হয়ে আছে যেন গ্রাম। আর সন্তান হারিয়ে থামছে না তার মা-বাবার আহাজারি। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে রাকিব। সাত ভাই ও এক বোন নিয়ে মোট আটজনের মধ্যে রাকিব ছিল ছয় নম্বর। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, রাকিব মাদ্রাসা থেকে ছুটি পেয়ে গত বৃহস্পতিবার বাড়ি এসেছে। গত মঙ্গলবার সকালে মায়ের জন্য ওষুধ আনতে ময়মনসিংহে যায় সে। ওষুধ কিনে বিকেলে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে তাদের অটোরিকশাটিকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে প্রাণ হারায় রাকিব।
এদিকে সন্তানের এমন মৃতু্যতে কিছুতেই থামছে না মা-বাবার আহাজারি। প্রতিবেশিরা কেউ দেন সান্তনা, কেউ ফেলেন চোখের পানি।
নিহত রাকিবের মামাতো ভাই উমর ফারুক জানান, গত মঙ্গলবার রাতে রাকিবের নিজ বাড়ি পাবিয়াখালী পৌঁছায় তার মরদেহ। বুধবার সকালে দাফন কাজ সম্পন্ন করা হয়। তিনি বলেন, তার মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফিরছিল সে। কিন্তু ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।
এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ মিয়া বলেন, এমন মৃতু্য খুবই বেদনাদায়ক। রাকিবের সঙ্গে আরও একজন মারা গেছেন। তার বাড়ি অন্য স্থানে। বুধবার এলাকার মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাকিবের দাফন সম্পন্ন হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে চোর সন্দেহে ফয়সাল শেখ (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। তবে নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে চুরির ঘটনা সাজানো হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শেখ গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার শেখ শরিফুল ইসলামের ছেলে। সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সারেজমিনে গিয়ে দেখা গেছে, এ ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
গোপালগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, 'বৃহস্পতিবার ভোর রাতে গোলাবাড়ীয়া গ্রামে যায় ফয়সাল শেখ। এ সময় উত্তেজিত জনতা চোর সন্দেহে ফয়সালকে আটক করে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃতু্য হয়।