শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকারে কালকিনিতে প্রধান শিক্ষকদের শপথ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকারে কালকিনিতে প্রধান শিক্ষকদের শপথ

'এগিয়ে যাচ্ছে প্রথমিক শিক্ষা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে দুইশ' প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের অডিটরিয়াম ভবনে মানসম্মত শিক্ষার লক্ষ্যে সব শিক্ষকরা শিক্ষা নীতিমালা অনুযায়ী কাজ করবেন বলে একযোগে শপথ পাঠ করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, 'শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে।'

তিনি বলেন, 'বিদ্যালয়ের প্রতিটি শিশু শিক্ষার্থীকে নিজের সন্তান করে নিতে হবে। তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় মন-মানসিকতা ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে। এদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কোনো বিকল্প নেই। আর এটির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে