সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গ্রামীণ জনপদ রূপান্তরিত হবে স্মার্ট বাংলাদেশে :কৃষি সচিব

স্টাফ রিপোর্টার, যশোর
  ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

যশোরে আঞ্চলিক কর্মশালায় কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেন, 'প্রায় সাত হাজার কোটি টাকার পার্টনার প্রোগ্রামের কার্যক্রমের মাধ্যমে এ দেশের কৃষক, কৃষিসেবা, কৃষি সমাজ এবং কৃষি ব্যবসা সর্বোপরি বাংলাদেশের গ্রামীণ জনপদ রূপান্তরিত হবে স্মার্ট বাংলাদেশে।'

শুক্রবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী আঞ্চলিক কর্মশালায় কৃষি সচিব ওয়াহিদা আক্তার এসব কথা বলেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' প্রোগ্রামের এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সচিব বলেন, 'পার্টনার প্রোগ্রামের মাধ্যমে দেশের তিন লাখ হেক্টর জমিতে ফল ও সবজি, ২ লাখ হেক্টর জমিতে জলবায়ুসহিষ্ণু ধানের জাত, ২ লাখ হেক্টর জমিতে অন্য দানাশস্য ফসল, ডাল ফসল, তেল ফসল ও উদ্যান ফসল আবাদের এলাকা বাড়বে।'

তিনি আরও বলেন, 'দেশের ৪৯৫টি উপজেলায় কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।

এর আওতায় ৫টি ফল ও ১০টি সবজিসহ মোট ১৫টি ফসলকে চাষাবাদে আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে দুই লাখ ১৭ হাজার কৃষককে স্মার্ট কৃষক হিসেবে প্রশিক্ষিত করা হবে।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএডিসি চেয়ারম্যান আব্দুলস্নাহ সাজ্জাদ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনু বিভাগ) মাহবুবুল হক পাটোয়ারী, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ওমর মোহাম্মদ ইমরুল মহসিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট ও মনিটরিং) নাজিয়া শিরিন, যুগ্ম সচিব (প্রশাসন) ড. কেএম কামরুজ্জামান সেলিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে