সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শীতার্ত মানুষের পাশে ইউআইইউ

নতুনধারা
  ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শীত প্রধান এলাকায় শীতার্ত মানুষের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছর শীত মৌসুমে অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে অসহায় ও হতদরিদ্র মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়। সেসব হতদরিদ্র ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের তরুণ সদস্যরা। ক্যাম্পাসে বুথ স্থাপন করে শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করেন তারা।

ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের একটি দল সরেজমিন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে প্রকৃতপক্ষে দরিদ্র এবং গরম কাপড়ের অভাবে ভুগছে এমন মানুষের তালিকা সংগ্রহ করে। মানুষের মাঝে এসব শীতবস্ত্র এবং পেট্রোলিয়ম জেলি বিতরণ করা হয়। এই অনুদানগুলো ফুলবাড়ী উপজেলার ৮টি গ্রামের ৭০০টিরও বেশি পরিবারকে সহায়তা করেছে। ইউআইইউর উপাচার্য প্রফেসর ডক্টর মো. আবুল কাশেম মিয়া শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইউআইইউর শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ম সংবাদ বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে