বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দিনাজপুর-৫ আসনে ভোটের মাঠে লড়ছেন পাঁচ প্রার্থী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
দিনাজপুর-৫ আসনে ভোটের মাঠে লড়ছেন পাঁচ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তবে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাতবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি তার দুই মেয়ে ও নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের দিনাজপুর-৫ আসন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরল ইসলাম (লাঙ্গল), পিপলস পার্টির শওকত আলী (আম), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হযরত আলী বেলাল (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. তোজাম্মেল হক (ঈগল)।

এই নির্বাচনী এলাকায় কোনো রকম বাধাবিঘ্ন ও সহিংসতা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চলছে। নিবিঘ্নে চলছে সভা-সমাবেশ। এ অবস্থা বিরাজমান থাকলে আগামী ৭ জানুয়ারি এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন ভোটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে