বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

'চরবাসী বেঁধেছে জোট ঈগল মার্কায় দেবে ভোট'

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
'চরবাসী বেঁধেছে জোট ঈগল মার্কায় দেবে ভোট'

মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয় নেতাদের নির্বাচনে অংশ নিতে বলেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রার্থী। চরবাসী বেঁধেছে জোট ঈগল

মার্কায় দেবে ভোট।'

1

বৃহস্পতিবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চল চরকাটারী ভোটঘর বাজার মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

চরকাটারী ইউনিয়ন চেয়ারম্যান আয়ুব আলী মন্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা শামিম রেজা, ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট নুরুল হক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে