শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

গণমিছিল অনুষ্ঠিত

\হঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানার ঈগল প্রতীকের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. কবির আহমেদের নেতৃত্বে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক এমপি রানার বাসার মোড়ে গিয়ে ঈগল প্রতীকের পক্ষে গণমিছিল শেষ হয়। গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন। উপস্থিত ছিলেন পৌর আ'লীগের আহ্বায়ক খলিলুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ তালুকদার সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কফিলুর রহমান ভুটান, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস রঞ্জু আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভা

ম কেশবপুর (যশোর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনের ঈগল প্রতীকের প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম শেষ মুহূর্তে ব্যাপক গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী পৌর শহর বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাধারণ ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন প্রচার-প্রচারণা, গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন। এ সময় তিনি বলেন, 'আপনাদের সার্বিক উন্নয়নের জন্য আমি এবার স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।'

শীতবস্ত্র বিতরণ

ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জে জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এএসএম মাহফুজুর রহমানের উদ্যোগে ও দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সহযোগিতায় বিরামপুর, নবাবগঞ্জ, দাউদপুর ও মতিহারা এলাকার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। শুক্রবার উপজেলা শহরের রোজ গার্টেন স্কুলে চেয়ারম্যানের পক্ষ্যে কম্বল বিতরণ করেন জনতা ব্যাংক বিরামপুর শাখা ম্যানেজার দানিজ উদ্দিন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, মাহমুদুল হক মানিক, ব্যাংকার আবু হেনা, সাংবাদিক রিপন মানিক চৌধুরী, বিরামপুর ব্যবসায়ী সমিতির মোস্তাক আহমেদ ও বেলাল হোসেন প্রমুখ।

পিঠা উৎসব

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে দুস্থ, এতিম, প্রতিবন্ধী, গরিব, দুঃখী ও অসহায় মানুষদের নিয়ে ৪র্থ বার্ষিক পিঠা উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে এ পিঠা উৎসব পালিত হয়। পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের সভাপতি ও নরসিংদী চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোলস্না। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মকবুল হোসেন, ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান হাফেজসহ অন্যরা।

লিফলেট বিতরণ

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ভোট বর্জনের জন্য বিভিন্ন পাড়া-মহলস্নার মা-বোনদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কসব ও কাঁশোপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মা-বোনদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জন্য জনমত তৈরির লক্ষ্যে এসব লিফলেট বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম এ মতীন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী সভা

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বতীপুর-ফুলবাড়ী নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার জাতীয় সংসদ সদস্য পদ-প্রার্থী সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পার্বতীপুর উপজেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজার এমপি। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম পাবনা প্রতিনিধি

পাবনার মানব কল্যাণ ট্রাস্টে এ বছরের বই উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাবনার সিংগা এলাকার পাবনার মানব কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল হোসেন (অব.) এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. আব্দুর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা নিশীত কুমার বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. আলমগীর হোসেন, মো. শামীমুল হক, মো. সাইফুল ইসলাম দোলন ও সাংবাদিক ইয়াদ আলী মৃধা পাভেল প্রমুখ।

কম্বল বিতরণ

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত ও পরিষদের আর্থিক সহায়তায় ৯শ' কম্বল অসহায় শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি পরিষদের সচিব মো. মনির হোসেন, মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সাঈদ হাসান কাজল, মেহেরপাড়া ইউপি সদস্য আব্দুল মজিদ, মো. দানা মিয়া, নিতীশ, থানা যুবলীগ নেতা গিয়াসউদ্দিন প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

'তেভাগার চেতনা ভুলি নাই, ভুলবো না'- এই স্স্নোগানে তেভাগা আন্দোলনে প্রথম শহীদ সমিরউদ্দিন ও শিবরাম মাঝির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর তেভাগা চেতনা পরিষদ। বৃহস্পতিবার ঐতিহাসিক তেভাগা দিবস উপলক্ষে আন্দোলনে প্রথম শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। স্মৃতিস্তম্ভে এক সংক্ষিপ্ত সভায় দিনাজপুর তেভাগা চেতনা পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক অ্যাড. রেয়াজুল ইসলাম রাজু। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদানসহ আরও বক্তব্য রাখেন আলতাফ হোসাইন, অ্যাড. মেহেরুল ইসলাম, রেজাউর রহমান রেজু, হবিবর রহমান প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ধামইরহাট ভবনে খ্রিষ্টান এইড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন 'পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায় ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প' বাস্তবায়ন করছে। এএনসি নেটওয়ার্ক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকল্পের ডিভিশনাল অ্যাসিসটেন্ট ফ্যাসিলিটেটর সুদীপ কুমার ঘোষ, ইউপি সদস্য আবু মুছা, মামুনুর রশীদ, সংস্থার উপজেলা প্রতিনিধি জিহিস্কেল সরেন, সাংবাদিক আব্দুল আজিজ, আবু মুছা স্বপন, শিক্ষক লাঝারুষ মার্ডি, নারী নেত্রী বেলী খাতুন, প্রমুখ।

নির্বাচনী পথসভা

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-৬আসন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর আজিজুল হক চৌধুরীর ট্রাক প্রতীকের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ মোড়ে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মিয়া। এতে প্রধান অতিথি থাকেন সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ডক্টর আজিজুল হক চৌধুরী। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এসএম রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নিজামুল হক শিশির, সদস্য ফয়সাল আলম, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুলস্নাহেল শাফিসহ এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বই বিতরণ

ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে সরকারি প্রাথমিক ১৫৬টি বিদ্যালয়ে কোমলমতি শিশুদের হাতে (নিজ নিজ বিদ্যালয় মাঠে) নতুন বই তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল ইসলাম জানায়- সারাদেশে এক যোগে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হয়। উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন বলেন- মানসম্মত শিক্ষা অর্জনই হলো দেশ ও জাতীর ভবিষ্যৎ, বছরের শুরুতেই নতুন বই পাচ্ছে। এসময় মিজানুর রহমান প্রধান শিক্ষক ফারজানা আক্তারী, ছাত্র-শিক্ষক- অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে