বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার লাইসেন্স ছাড়াই নিম্নমানের ওষুধ বিক্রির অভিযোগে উপজেলার শহরের পুরাতন বাবুপাড়ার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় দুটি প্রতিষ্ঠান মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একটি বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা কর হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজহারুল ইসলাম। এ সময় সহকারী পরিচালক বোরহান উদ্দীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেনসহ সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে