শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
নেত্রকোনার দুর্গাপুরে নির্বাচন ঘিরে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার -যাযাদি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকি, প্রচারে বাঁধা ও মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর বিরুদ্ধে। গত শুক্রবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন এ আসনের স্বতন্ত্রপ্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। লিখিত অভিযোগে তিনি বলেন, 'এ আসন থেকে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার বার বার এমপি নির্বাচিত হয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে, এ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি প্রতীক পাওয়ার পর থেকে নৌকার প্রার্থীর নির্দেশে আমার কর্মীদের প্রকাশ্যে মারধর, প্রচারে বাধা, মানহানিকর বক্তব্যসহ প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, পুলিশ দিয়ে সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে দেখা গেছে। এছাড়া পোগলা বাজার, কৈলাটি, লেঙ্গুরা ও নাজিরপুর বাজারে স্বতন্ত্রপ্রার্থীর মাইকিং বন্ধ করে দেওয়া হয়। আমার কর্মী আনোয়ার ভূঁইয়া (২২), রাজু মিয়া (৪৫), মামুন ভূঁইয়া (২৮), আব্দুল গণি ভূঁইয়া (৫৫), মো. জুলহাস (৩৫), কামরুজ্জামান (৩৬)সহ অন্তত ১০/১২ জনকে গুরুতর আহত করেছে, যারা এখনো নিজ বাড়ি ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জেলা রিটানির্ং অফিসার ও উপজেলায় নির্বাচনী কাজে নিয়োজিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভিডিও ফুটেজসহ লিখিত অভিযোগ দিয়েছি এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, ইউপি চেয়ারম্যান ইউসুফ তালুকদার সাগর, সাবেক পৌর কাউন্সিলর দুলাল মিয়া, ব্যবসায়ী সাহান মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, শ্রমিক ইউনিয়ন নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মো. ইমরান, মোবেন ইবনে সাঈদ স্ট্যালিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে