রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজ গ্রামে ৯৪ বছর বয়সি মাকে নিয়ে ভোট দিলেন কৃষিমন্ত্রী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
টাঙ্গাইলের ধনবাড়ীতে খন্দকার পাড়া সরকারি প্রাথমিক স্কুলে ভোট দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক -যাযাদি

টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি ধনবাড়ী উপজেলায় তার নিজ গ্রাম মুশুদ্দি খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। সকাল ১০টায় তার ৯৪ বছর বয়সি মা রেজিয়া বেগম ও সহধর্মিণী শিরিনা আক্তার বানুসহ পরিবারের অন্যরা সদস্যরা ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি বলেন, এবারের নির্বাচন ইতিহাসে স্থান পাক। শান্তির নির্বাচন হোক। মানুষকে আরও উন্নত জীবনে নেওয়ার জন্য স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যাশা করেন তিনি।

এ সময় তার মা রেজিযা বেগম, সহর্ধমিণী শিরিনা আক্তার বানু, তার ছেলে সুজিতসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন।

কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপির নিজবাড়ির পাশে মুশুদ্দি খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজবাড়ি থেকে সকাল সাড়ে ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে আসেন। তার বৃদ্ধ ৯৪ বছর বয়সি মাকে হাতে ধরে নিয়ে আসেন ভোট কেন্দ্রে। তার মা হাসিমুখে ব্যালট পেপার নিয়ে ভোট দেন। পরে ভোট কেন্দ্রের দ্বিতীয়তলায় কৃষিমন্ত্রীর সহধর্মিণীকে নিয়ে ভোট প্রদান করেন।

পরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল-১ আসনের মধুপুর-ধনবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে