মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
নেত্রকোনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ভোট বর্জন করেছেন। রোববার বিকাল সাড়ে ৩টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

এ সময় ঝুমা তালুকদার বলেন, 'এই নির্বাচনে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর বাহিনীরা আমার নেতাকর্মীদের প্রাণনাশের হুমকিসহ মারধর করে শুরু থেকেই। ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন দুর্গাপুর উপজেলা কাকরাকান্দা, নলজোড়া, আড়াপাড়া, কুমুদগঞ্জসহ কলমাকান্দার সিধলী, কলমাকান্দা পাইলট স্কুল, লেঙ্গরাসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়ায় এ নির্বাচন আমার কাছে যৌক্তিক মনে হয়নি।'

তিনি আরও বলেন, 'দুপুর দুইটা পর্যন্ত এ আসনের সকল ভোটকেন্দ্রে ২০ থেকে ২৫ শতাংশ ভোট পরেছে। পরে আমার এজেন্ট বের করে দিয়ে জাল ভোট দেয়ার কারণে প্রশ্নবিদ্ধ এ নির্বাচন থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিলাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে