মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

দ্রব্যমূল্য কমিয়ে গরিব মানুষ বাঁচান

ভোট দিয়ে বৃদ্ধের আকুতি
যাযাদি রিপোর্ট
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
দ্রব্যমূল্য কমিয়ে গরিব মানুষ বাঁচান

৮০ বছর বয়সে ভাঙা পা নিয়ে ভোট দিয়ে দ্রব্যমূল্য কমিয়ে গরিব মানুষের জীবন বাঁচানোর অকুতি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের ভোটার নূরুল ইসলাম। ভাতিজা আব্দুর রবের সহায়তায় দুই ক্স্যাচে ভর করে রোববার দুপুর সোয়া ১টার দিকে মিরপুর-১ নম্বরের কাজীফরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন অশীতিপর এই বৃদ্ধ।

ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নূরুল ইসলাম বলেন, 'আমি পাকিস্তানের শুরু থেকে বাংলাদেশের এই পর্যন্ত দেখলাম। বর্তমান সরকার দেশ বদলায়া দিচ্ছে। দেশে রাস্তাঘাটের অনেক উন্নয়ন হইছে। বাথরুমে যাওয়ার রাস্তা পর্যন্ত পাকা কইরা দিছে। যে উন্নয়ন হইছে, এক সময় তা কল্পনাও করতে পারি নাই। এগুলা শেখ হাসিনার অবদান, স্বীকার করতেই হবে।'

তবে এত উন্নয়নের মধ্যেও গরিব মানুষ কষ্টে আছে জানিয়ে তিনি বলেন, 'দেশে সব জিনিসের দাম বেড়ে গেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম আকাশে উঠে গেছে। জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে, সাধারণ মানুষের বাঁচতে খুব কষ্ট হচ্ছে।'

নুরুল ইসলাম বলেন, 'আমি জানি, শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন। তিনিই পারবেন দেশের গরিব মানুষকে বাঁচাতে। আমি না থাকলেও এ দেশের গরিব মানুষ সুখে থাকতে পারলে আমি কবরেও শান্তি পাব। তাই শেখ হাসিনার কাছে আকুল আবেদন, এ দেশের বাজার নিয়ন্ত্রণ একমাত্র তিনিই করতে পারবেন। কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ করে, বিশেষ করে দেশের গরিব মানুষগুলোকে বাঁচান। তারা খুব কষ্টে আছে।'

ভোট দিতে আসার অনুভূতি জানিয়ে তিনি বলেন, 'আমার বয়স এখন ৮০ বছরের বেশি। বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। ভাইজতার কাঁধে ভর দিয়ে ভোট দিতে আসলাম। কারণ, আমার বয়স ও শরীরের যে অবস্থা, আর কোনোদিন ভোটকেন্দ্রে আসতে পারব কিনা, জানি না। তাই বিবেকের টানে এবং ভোটের আনন্দে সামিল হতে কেন্দ্রে আসলাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে