বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

নিয়োগবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধের ঘোষণা এনামুলের

অভয়নগর (যশোর) প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
নিয়োগবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধের ঘোষণা এনামুলের

যশোর-৪ আসনের সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এলাকায় সব ধরনের নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এসব কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গত মঙ্গলবার বিকালে যশোরের অভয়নগরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুলকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস, অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ্‌ ফরিদ জাহাঙ্গীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে