বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

গোবিন্দগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যার রহস্য উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
গোবিন্দগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যার রহস্য উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসা ছাত্র সাব্বির (১১) হত্যাকান্ডের রহস্য উদ্ধার করেছে পুলিশ। নিজ চাচা কর্তৃক বলাৎকারের প্রতিবাদ করায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশ অভিযুক্ত চাচা ইমরান আকন্দকে গ্রেফতার করছে। সে পুলিশের কাছে হত্যার দায় শিকার করেছে।

বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেসব্রিফিংয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানার ওসি শামসুল আলম শাহ, পুলিশ পরিদর্শক আব্দুল মোত্তালেব সরকার উপস্থিত ছিলেন। অভিযুক্ত ইমরান সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দর ছেলে। আর হত্যাকান্ডের শিকার সাব্বির একই গ্রামের আনিছুরের পুত্র। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। গত ১৭ ডিসেম্বর বিকালে সাব্বির নিজ বাড়ি থেকে বের হয়। এর পরদিন ১৮ ডিসেম্বর হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর আলাই নদীর পাড়ে লুকানো গলায় গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মামলা দায়ের হলে তদন্ত শেষে পুলিশ ইমরানকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে