মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বেসামরিক জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

নতুনধারা
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বেসামরিক জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ চলমান থাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ৯ ও ১০ জানুয়ারি দুই দিন রংপুর বিভাগের আট এবং রাজশাহী বিভাগের জয়পুরহাটসহ ৯ জেলায় দুস্থ এবং শীতার্ত জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও ওষুধ-সামগ্রী বিতরণ করে।

দুই দিনে পাঁচ হাজার ২০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া এক হাজার ৭০০ দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ-সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে