রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাস্ট ব্যাংক ষষ্ঠ ডিফেন্স সার্ভিসেস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ট্রাস্ট ব্যাংক ষষ্ঠ ডিফেন্স সার্ভিসেস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ট্রাস্ট ব্যাংক ষষ্ঠ ডিফেন্স সার্ভিসেস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দুই দিনব্যাপী 'ট্রাস্ট ব্যাংক ষষ্ঠ ডিফেন্স সার্ভিসেস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান' শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে ৫০০ গলফার অংশ নেন। টুর্নামেন্টে কমান্ডার মো. কামরুজ্জামান, বিএন উইনার মোহাম্মদ রাফি রানার আপ এবং মিসেস শায়েলা পারভীন লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

1

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে