বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত

যাযাদি ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত

দেশে একদিনে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৫৭৮ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃতু্য হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতু্যর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনে অপরিবর্তিত আছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩৪ জন। এ সময়ে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃতু্য হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে