শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নাটোরে স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃতু্যদন্ড

নাটোর প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
নাটোরে স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃতু্যদন্ড

নাটোরের সিংড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী ফরহাদ হোসেন মন্ডলকে মৃতু্যদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এসম তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ডও দেওয়া হয়।

বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেছেন।

আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে স্ত্রী ফাতেমাকে পিটিয়ে হত্যা করে স্বামী ফরহাদ। এ ঘটনায় ফাতেমা বাবা নুর ইসলাম বাদি হয়ে সিংড়া থানায় ফরহাদ হোসেন মন্ডলে, তার বাবা হামিদ আলী, মা ফরিদা ও ছোটভাই ফজলালকে আসামী করে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত ফরহাদের মা-বাবা ও ছোট ভাইকে অব্যহতি দেন।

পরে মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হলে স্বাক্ষ্য প্রমান শেষে ফরহাদ আলীকে মৃতু্যদন্ডের আদেশ দেন আদলিত। উলেস্নখ্য, মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি ফরহাদ আলী বর্তমান পলাতেক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে