সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

হাবিপ্রবি সফরে নেপালের একদল শিক্ষক

হাবিপ্রবি প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাবিপ্রবি সফরে নেপালের একদল শিক্ষক

বাংলাদেশের উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সফর করেছে নেপালি শিক্ষকদের একটি দল।

নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সুকুনা মাল্টিপল ক্যাম্পাসের শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির মোট ৩০ সদস্যের একটি দল শিক্ষা সফরে বাংলাদেশ ভ্রমণ করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভ্রমণের লক্ষ্যে হাবিপ্রবি ভ্রমণে এসেছে বলে জানিয়েছেন তারা।

1

মঙ্গলবার সফরকারী দলটি বাংলবান্ধা স্থলবন্দর হয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান রাত ৮টায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের স্বাগত ও অভ্যর্থনা জানান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক শেখ শহীদুজ জামান।

এছাড়াও তাদের সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যাপক ড. জামাল উদ্দিন ও শেখ শহীদুজ জামান।

মতবিনিময়কালে অধ্যাপক ড. জামাল উদ্দিন ও শেখ শহীদ-উজ-জামানকে নেপালি টুপি ও কোট পিন পরিয়ে দেন সফরকারী দলের প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়ের অভ্যর্থনায় মুগ্ধ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সফরকারী নেপালি শিক্ষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে