বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিতদের জয়

ফেনী প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিতদের জয়

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি-সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছেন।

শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সহ-সভাপতি ও অর্থ সম্পাদকসহ বাকি ৪টি পদে জয় পেয়েছে সরকারি দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

1

একইদিন রাত সাড়ে ১১টার দিকে উভয় প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সমিতির নির্বাচন কমিশনার ও সাধারণ সম্পাদক আমিনুল করিম মজুমদার।

\হঘোষিত ফলাফলে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের আবদুস সাত্তার ১৭০ ভোট পেয়ে সভাপতি পদে বিজয় হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের টিপু সোলায়মান ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের শামসুল হুদা, যুগ্ম সম্পাদক পদে এমদাদ হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উলস্নাহ ভূঞা, অডিটর পদে আরিফ, অর্থ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আরশাদ আলী ভূঞা, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার বিজয়ী হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে