বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

গাইবান্ধায় বোরো ধান চাষ শুরু

গাইবান্ধা প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
গাইবান্ধায় বোরো ধান চাষ শুরু

গাইবান্ধায় বোরো ধান চাষ শুরু হয়েছে। ইতোমধ্যে জেলায় ৬ হাজার ৮ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রিড এক হাজার ৬০ হেক্টর, উফশী পাঁচ হাজার ১৯৮ হেক্টর এবং স্থানীয় জাতের ১৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।

এবারে চলতি রবি মৌসুমে জেলায় এক লাখ ২৮ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বোরো চাষ সফল করতে সরকারি-বেসরকারি পর্যায়ে উন্নত জাতের বীজ, কৃষিঋণ এবং সার সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া ২৩ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এক বিঘা পরিমাণ জমিতে প্রয়োজনীয় বোরো চাষের জন্য হাইব্রিড জাতের বীজ প্রণোদনা হিসেবে সরবরাহ করা হয়েছে। এবার লক্ষ্যমাত্রা অর্জিত হলে জেলায় পাঁচ লাখ ৭২ হাজার ৬২৩ মে.টন বোরো চাল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে