শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ই-ট্রাফিক জরিমানা পরিশোধ করা যাবে কমিউনিটি ব্যাংকে

ফরিদপুর প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ই-ট্রাফিক জরিমানা পরিশোধ করা যাবে কমিউনিটি ব্যাংকে
ফরিদপুরে কমিউনিট ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওনের চুক্তির উদ্বোধন করেন এ. কে. আজাদ এমপি -যাযাদি

হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের ই-ট্রাফিক জরিমানা কালেকশন প্রক্রিয়াটি এখন কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এছাড়া বাংলা কিউআর কোডের মাধ্যমেও ট্রাফিকের জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করে মামলা ভাঙানো যাবে।

1

এই সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়াটি যাতে অতি সহজে ও দ্রম্নত সমাধান করা যায় এই নিমিত্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওনের সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।

মঙ্গলবার এ চুক্তির উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ।

ফরিদপুর সদর উপজেলা অডিটরিয়ামে হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জাহির আহমেদ, আইটি বিভাগের এভিপি ফাইম উল আওয়াল, আইটি বিভাগের এফএভিপি আমিরুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের ফরিদপুর জেলার প্রতিনিধি হারুন-অর-রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পর্যায়ক্রমে এই সেবাটি সারা বাংলাদেশে পুলিশের সব জেলা ও মেট্রোপলিটন এলাকায় পাওয়া যাবে বলে জানান কমিউনিটি ব্যাংকের এডিসি প্রধান জাহির আহামেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে