মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাজস্থলীতে আগুনে দগ্ধ চা দোকানির মৃতু্য

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজস্থলীতে আগুনে দগ্ধ চা দোকানির মৃতু্য

অবশেষে মৃতু্যর কাছে হার মানলেন দীপংকর দাশ। তিন দিন চিকিৎসাধীন থেকে রাঙামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারের ব্যবসায়ী দীপংকর দাশ (৪০) মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিট হাসপাতালে তার মৃতু্য হয়। তিনি রাজস্থলী উপজেলার মহব্বত পাড়াগ্রামের মৃত অমল দাশের ছেলে।

এর আগে, গত শুক্রবার তার নিজস্ব চায়ের দোকানের গ্যাসের চুলা থেকে আগুন লাগলে তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যায়।

পরে অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করার তিন দিন পর তার মৃতু্য হয়।

নিহতের বড় ভাই শংকর দাশ বলেন, রোবাবার ধর্মীয় কাজ সম্পাদন শেষে পারিবারিক শ্মশানে মরদহে দাহ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে