বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব সর্বাধিক

-আবুল কালাম এমপি
দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব সর্বাধিক

কুমিলস্না-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, 'সততা, নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি হলো সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। আর এ নৈতিক দায়িত্বটুকু পালন করছেন শিক্ষকরা। শিক্ষকরাই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন।'

শনিবার দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে, সহকারী শিক্ষা অফিসার আবদুর রহমান ও সহকারী শিক্ষক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সুফিয়া বেগম, কুমিলস্না উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী তুহিন, কুমিলস্না উত্তর জেলা ন্যাপের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে