শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বাউয়েট ক্যাম্পাসে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা মাইন্ডস্টোর্ম-৫.০ উদ্বোধন

  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
বাউয়েট ক্যাম্পাসে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা মাইন্ডস্টোর্ম-৫.০ উদ্বোধন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে কম্পিউটার সোসাটির উদ্যোগে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি-বিষয়ক প্রতিযোগিতা মাইন্ডস্টোর্ম-৫.০ উদ্বোধন করা হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক পিএসসি (অব.) অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাউয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. আছমা ইয়াসমিন, ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. রুবেল বাশার, ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আতাউল করিম, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম, ক্লাবের সহ-সভাপতি বৃষ্টি রানী রায় এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পলাশ চন্দ্র পাল। এই প্রতিযোগিতায় ৪৫৫ শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অংশ নেন।

উদ্বোধনী দিনে তিনটি ইভেন্টে (প্রোগ্রামিং কনটেস্ট ৬০টি টিমে ১৭০, আইডিয়া কনটেস্ট ২৯টি টিমে ৭৬ জন গেইমিং কনটেস্টে ২৮ জন) ২৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া রবি বিডি অ্যাপসের সহযোগিতায় 'মনিটাইজ ইউর অ্যাপস অ্যান্ড আইডিয়া ইন বিডি অ্যাপস-ন্যাশনাল অ্যাপস স্টোর' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সিএসই বিভাগের শিক্ষার্থী জুরাফা হিসান শরীফের সঞ্চালনায় ওয়ার্কশপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- কম্পিউটার সোসাইটির সভাপতি প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। রিসোর্স পারসন হিসেবে বিডি অ্যাপসের রাজশাহী- রংপুর রিজিওনাল অপারেসন্স লিড মাহির আসেফ ওয়ার্কশপটি পরিচালনা করেন। এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের অ্যাপস ব্যবহার করে কীভাবে টাকা অর্জন করবে, এর বিভিন্ন উপায় ও কলাকৌশল জানার সুযোগ পেয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে