সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পাইকগাছায় পাখি সংরক্ষণে গাছে গাছে বাসা স্থাপন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ০০:০০
পাইকগাছায় পাখি সংরক্ষণে গাছে গাছে বাসা স্থাপন
খুলনার পাইকগাছায় পাখি সংরক্ষণে গাছে গাছে পাখির বাসা স্থাপন করা হয় -যাযাদি

খুলনার পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে। শনিবার সকালে পাইকগাছার নতুন বাজার এলাকায় পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ মাঠসভা অনুষ্ঠিত হয়। এরপর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা, গদাইপুর, বোয়ালিয়া মোড় এলাকার বিভিন্ন গাছে পাখির বাসা স্থাপন করা হয়।

স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক ও লেখক প্রকাশ ঘোষ বিধান। মাঠসভায় প্রধান অতিথি ছিলেন অনারারি ক্যাপ্টেন (অব.) মোহন লাল দাশ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল মজিদ, এম জালাল উদ্দিন, কবি রোজি সিদ্দিকী, মোজাম আলী সরদার, আছিয়া খাতুন, তাবসিরা সুলতানা তাইবা, লিনজা আক্তার মিথিলা, দিপান্বীতা অধিকারী, মুনিরা আহম্মেদ, লাবিবা আক্তার লোচমি, সেতু আক্তার তুলি, ব্যবসায়ী গৌতম ভদ্র, পরিবেশ কর্মী আব্দুল বারিক, কওছার আলী ও গণেশ দাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে