রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ০০:০০

সভা অনুষ্ঠিত

\হপঞ্চগড় প্রতিনিধি

জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে 'আস্থা' প্রকল্পের আওতায় ডেমক্রেসিওয়াচ বাস্তবায়ন জেলা নাগরিক পস্নাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা শহরের সেন্ট্রাল গেস্ট হাউস মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক পস্নাটফর্মের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দীন প্রধান। বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কারী রিফায়েত আরা ঋতু, জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র ফিল্ড অফিসার নাজমুল ইসলাম, গণমাধ্যমকর্মী সামসউদ্দীন চৌধুরী কালাম, ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম।

ইফতার মাহফিল

ম গাইবান্ধা প্রতিনিধি

মাহে রমজান উপলক্ষে এলিট রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের কোরআন খতম, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রামচন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রীপাড়া তাহফিজুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. হাসান আলী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদ আহমেদ রাজু। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেসুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য নাহিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সুজা মিয়া।

প্রশিক্ষণ কর্মশালা

ম হাবিপ্রবি প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে নবম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য 'অফিস ব্যবস্থাপনা' বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইআরটির পরিচালক প্রফেসর ড. এস এম হারুনউর রশীদ, সঞ্চালনা করেন আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান এম আমিনুর।

মতবিনিময় সভা

ম বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. সাইফুল ইসলাম সিদ্দিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মামুন হাসান, সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান।

শুভ যাত্রা

ম পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে উপশাখা চালু করল ব্র্যাক ব্যাংক। এ জেলায় দ্বিতীয় ব্র্যাক ব্যাংকের উপশাখা ভিত্তিক ব্যাংকিং সেবা প্রতিষ্ঠিত হলো। রোববার নাটোর-রাজশাহী মহাসড়কের বানেশ্বরে ইসলামী ব্যাংকের পূর্বপার্শ্বে আলম মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রাজশাহী ব্রাঞ্চ ও রাজশাহী ক্লাস্টারের ম্যানেজার দুলাল মিয়া, নাটোর ব্রাঞ্চ ম্যানেজার মুরাদ হোসেন সাহেদ, বগুড়া টেরিটোরি ম্যানেজার নাজমুল হক, সিনিয়র ব্যবসা ব্যবস্থাপক অলক কুমার সরকার, ব্যবসায়ী আলমগীর হোসেন আলম এবং বানেশ্বর ব্র্যাক ব্যাংকের উপশাখা ব্যবস্থাপক চিত্রা সিনহা সুমি, সাংবাদিক মোহাম্মদ আলী।

মেধা অন্বেষণ

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রোববার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন প্রভাষক রায়হান কবির, শিক্ষক মো. শামীম হাসান, কার্ত্তিক চন্দ্র পাল, শেখ মুহিত এ আলম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, ইন্সপেক্টর রিপন বালা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা

ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল শিবপুর উপজেলার শেরপুর আবেদ ভিলেজে (বাগান বাড়ি) অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল এর সভাপতিত্বে ও সদস্যসচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহীর সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে