সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ২৬ মার্চ ২০২৪, ০০:০০

ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। সোমবারর্ যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে সকালে শহরের জেলা সদর পানির ট্যাংকের পাশে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণহত্যা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর-বিক্রম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, জেলা মু্ি‌ক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী প্রমুখ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় শহীদ স্মৃতিস্তম্ভে পৃথক পৃথক পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন, পৌর মেয়র মতলুবর রহমানসহ বিভিন্ন সংগঠন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ ছাড়া বক্তব্য রাখেন পুলিশ সুপার কামাল হোসেন, পৌর মেয়র মতলুবর রহমান, সিভিল সার্জন ডা. আব্দুলস্নাহেল মাফী, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রসেফর খলিলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে নড়াইল মুক্ত দিবস সম্পর্কে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু ও অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। পরে ২৫ মার্চের গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়। আলোচনায় টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আবুর বাসার আল মামুনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত করেন গোলাম মোস্তফা, গীতা পাঠ করেন টিটিসির কম্পিউটার ট্রেডের ইনস্ট্রাক্টর প্রবীর কুমার মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান। উপস্থিত ছিলেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান হিলু, সাংবাদিক আল আমিন, টিটিসির ইলেকক্ট্রিক্যাল ট্রেডের ইনস্ট্রাক্টর রিপন হোসেন প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভয়াল রাতের নির্মমতা সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা-র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) আল মামুন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস, উপজেলা প্রকৌশলী আবদুস ছামাদ প্রমুখ।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসি ল্যান্ড শাহানাজ পারভীন বিথী, চরভদ্রাসন থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দোওয়ান মো. জাহাঙ্গীর প্রমুখ।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দামুড়হুদায় সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও রোকসানা মিতার সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এ সময় উপস্থিত ছিলেন- এসি ল্যান্ড সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) শেখ মাহবুব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. ওবায়দুলস্নাহর সভাপতিত্বে ২৫ মার্চ কালরাত্রিতে বর্বর পাকিস্তানি বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরে আলোচনা করেন- উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী প্রমুখ।

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালায় সেমিনারকক্ষে ইউএনও মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, এসি ল্যান্ড আবুল হাসনাত খাঁন, থানার ওসি নুরুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, সাংবাদিক এম মহাসিন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সুবীর কুমার দাশের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, এসি ল্যান্ড টিএম রাহসিন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, রমজান আলী, নজরুল ইসলাম প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এসি ল্যান্ড রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভূঁঞা, সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার গোলাম জিলানী, কেন্দুয়া থানার ওসি এনামুল হক, উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ।

কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার কয়রায় ইউএনও বিএম তারিক উজ জামানের সভাপতিত্বে ও শিক্ষক নুরুল আমিন নাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রাণিসম্পদ অফিসার কাজী মুস্তাইন বিলস্নাহ, কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন, থানার ওসি (তদন্ত) টিপু সুলতান, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, আনসার ভিডিপি অফিসার মনোয়ারা খাতুন প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, এসি ল্যান্ড এনামুল হাসান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির। সভাপতিত্ব করেন- ইউএনও উজালা রানী চাকমা।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁয় ১৩২টি গণহত্যার স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে ১৩২টি স্থানের মাটি সংগ্রহ করে আলাদা আলাদা পাত্রে রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারি, সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ সংগঠনের অন্য সদস্যরা।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, এসি ল্যান্ড কুরশিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন, শিক্ষা কর্মকর্তা এসএম সরোয়ার জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, থানার ওসি জালাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা জিলস্নুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, একাডেমিক সুপার ভাইজার মনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুল আলীম রিপন প্রমুখ।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন- দুইনং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, ডা. রুইহলাঅং মারমা, রাজস্থলী থানার এসআই আলী হোসেন প্রমুখ।

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় ইউএনও আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু।

এ সময় তিনি বলেন, বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।

এ সময় সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, এসি ল্যান্ড রিফাতুল হক, সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ।

শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন- শার্শা থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান, প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী এমএম মামুন হাসান প্রমুখ।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউএনও মেজবা উল আলম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলার চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন- এসি ল্যান্ড নাসরিন সুলতানা, সরাইল থানার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, পানিরশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আমজাদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে