শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কর্ম কমিশন সচিবালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

নতুনধারা
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পণ ও 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন' শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহান শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পিএসসি'র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, 'বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে স্বাধীনতা। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। দেশের জন্য বঙ্গবন্ধুর অবদানের প্রতি কৃতঙ্গতা প্রকাশের জন্য সকলের উচিত বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করা; তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।' কমিশনের বিজ্ঞ সদস্যরা দিবসের প্রতিপাদ্য বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে