রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাভার স্মৃতিসৌধে আইইবি নেতাদের শ্রদ্ধা

নতুনধারা
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০

দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রকৌশলীরা একতাবদ্ধ। স্বাধীনতা অর্জনের ৫৪তম বছরে বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে প্রকৌশলীরা। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রকৌশলীরা অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণের সময় প্রকৌশলী নেতারা এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু, ইঞ্জিনিয়ার কাজি খায়রুল বাশার, আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ঢাকা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইনসহ আইইবির অন্যান্য নেতারা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে