শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধানমন্ত্রী দেশের মানুষকে শান্তিতে রাখতে কাজ করছে

-প্রাণিসম্পদ মন্ত্রী
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  ৩১ মার্চ ২০২৪, ০০:০০
মধুখালীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান -যাযাদি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, 'নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে থেকেও প্রধানমন্ত্রী দেশের মানুষকে শান্তিতে রাখতে কাজ করছেন। যারা সল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সুলভমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হচ্ছে।'

শনিবার ফরিদপুরের মধুখালী বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন মার্কেটের সামনে স্বল্পমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'এই কার্যক্রম প্রথমে রাজধানী ঢাকায় শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা-উপজেলাগুলোতে বাস্তবায়ন করা হবে। তারই অংশ হিসেবে মধুখালীর স্বল্প আয়ের মানুষের জন্য সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হলো।'

ডেইরি অ্যাসোসিয়েশন, পোলট্রি অ্যাসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতি মধুখালী শাখার সহযোগিতায় কার্যক্রম উদ্বোধনের সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, ওসি মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে