বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার শপথ নিল বিডি ক্লিন স্বেচ্ছাসেবী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ৩১ মার্চ ২০২৪, ০০:০০
পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার শপথ নিল বিডি ক্লিন স্বেচ্ছাসেবী

'এই শহর আমার, এই দেশ আমার, এই দেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন ও স্মার্ট সোনারগাঁও গড়ার শপথ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন'র ৭ শতাধিক স্বেচ্ছাসেবী। শুক্রবার সংগঠনটির সদস্য সম্মেলনে স্বেচ্ছাসেবীদের এ শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুলস্নাহ আল কায়সার হাসনাত।

শপথ পাঠের শুরুতে পরিচ্ছন্ন সোনারগাঁও গড়ার উদ্যোগে সার্বক্ষণিকভাবে দিকনির্দেশনা ও সহযোগিতা করার কারণে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সোনারগাঁও ইউনিটের উপদেষ্টা ঘোষণা করা হয়।

1

সংগঠনের সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানার সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুগ্ম-সম্পাদক আশরাফুজ্জামান, বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি, উপপ্রধান সমন্বয়ক মাসুদ আহমেদ, লজিস্টিক সমন্বয়ক এমএ আজিজ রকিসহ সোনারগাঁও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে