মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আখাউড়ায় রঙ ফর্সাকারী নিষিদ্ধ ক্রিম বিক্রির দায়ে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রঙ ফর্সাকারী নিষিদ্ধ ক্রিম বিক্রির অপরাধে কসমেটিক্স ব্যবসায়ী ঝমঝম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরশহরের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

এ সময় তৈরি পোশাকের দোকান, কসমেটিক্স ও মাংসের দোকানে অভিযান চালানো হয়। এছাড়াও এক দরের দোকান ছাড়া তৈরি পোশাকে মূল্য ট্যাগ না লাগাতে ব্যবসায়ীদের সতর্ক করা, মাংসে কৃত্রিম রঙ ব্যবহার না করা এবং মূল্য তালিকা টানাতে সচেতন করে অভিযানকারী দল।

সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, 'সড়ক বাজারের অধিকাংশ কাপড়ের দোকানে কাপড়ের গায়ে মূল্য ট্যাগ লাগানো আছে। এক দরের দোকান না হলে এটা করা যাবে না এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে