বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশের মানুষের শান্তি ও উন্নয়ন -ডেপুটি স্পীকার

পাবনা প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
পাবনার বেড়ায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করেন ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি -যাযাদি

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশে এখন অনাহারী মানুষ নেই।

ঈদের পূর্বে এই বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির লক্ষ্য হচ্ছে যাতে নিম্ন আয়ের মানুষকে খাদ্য নিয়ে চিন্তা করতে না হয়।

প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশের মানুষকে শান্তিতে রাখা এবং এলাকার উন্নয়ন করা।'

শুক্রবার পাবনার বেড়ায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, আমার নির্বাচনী এলাকার দুই উপজেলায় প্রায় এক লক্ষ লোক বিভিন্ন ধরনের ভাতার আওতায় রয়েছেন। বর্তমান সরকার জনগণকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও উপবৃত্তিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে।'

শামসুল হক টুকু বলেন, 'ভোটের সময় উন্নয়নকারীর পক্ষে থাকতে হবে, কোনো অবৈধ অর্থের কাছে নিজের মূল্যবান ভোটকে বিক্রি করা যাবে না।' বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে