বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুছ প্রকাশ মাতুকে অস্ত্রসহ আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ। শুক্রবার রাতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডিমান্ডের মোড়ের পূর্বে ডি বস্নকের পানির ট্যাংকির পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ইউনুছ প্রকাশ কুতুপালং রেজিস্টার ক্যাম্পের ই বস্নকে ৩৮ নম্বর শেডের বাসিন্দা মো. হোসেনের ছেলে।

এপিবিএন পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনুছ প্রকাশ মাতুকে এটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড বুলেটসহ আটক করা হয়। তিনি ১৪ এপিবিএন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী রাহাজানি ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকায় উখিয়া থানায় ৪টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

অভিযানে কুতুপালং পুলিশ ক্যাম্পের পরিদর্শক নান্নু মিয়া খাইরুল ও এএসআই এম এ জামান সরকারসহ সঙ্গীয় ফোর্স অংশ গ্রহণ করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে