বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

স্বদেশ ডেস্ক
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

দেশজুড়ে নানা আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কার বিতরণ ও প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সারাদেশে জেলা ও উপজেলার সঙ্গে একযোগে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সারাদেশে সরাসরি প্রচার করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ।' লাইভস্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা,র্ যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে গরু, ভেড়া, ছাগল, মুরগি, কবুতর, সৌখিন পাখি এবং অন্যান্য প্রাণীর স্টল স্থান পেয়েছে। আলোচনার পরবর্তীতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রত্যেক ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সনদ এবং পুরস্কার বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- মেহেরপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে এ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বাস্তবায়িত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক, জেলা প্রাণিসম্পদ অফিসার (ভা. প.) ডা. মো. হারিছুল আবিদ। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউএনও এবং প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি রাবেয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) এস. এম. রাহাতুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ। জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার বলেন, 'আজ (বৃহস্পতিবার) সারাদিন প্রাণিসম্পদ প্রদর্শনী চলবে। আগামীকাল (আজ শুক্রবার) থেকে সেবা কার্যক্রম চলবে। এর মধ্যে রয়েছে গবাদি পশুর ফ্রি ভেক্সিনেশন, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পিং, এতিমখানায় শিশুদের প্রাণীজ প্রোটিনের জন্য সিদ্ধ ডিম খাদ্যাভ্যাসের জন্য বিশেষ ফিডিং কর্মসূচি। আগামী ২১ এপ্রিল প্রদর্শনী সমাপ্ত ও পুরস্কার বিতরণ। ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, দেশকে স্বনির্ভর করতে হলে আমাদের প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সুস্থ সবল জাতি গঠনে আমিষ এবং পুষ্টি চাহিদা পূরণে এর বিকল্প নেই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করার কাজে মনোনিবেশ করেছেন। আমাদের চাষাবাদের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ নিয়ে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনামুল হক শামীম আরও বলেন, প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে সামগ্রিক কৃষি উন্নয়ন তথা প্রাণিসম্পদের টেকসই উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা অর্জন ও সবার জন্য সুষম পুষ্টির সুযোগ সৃষ্টি করতে হবে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ পৌর মেয়র আবুল বাশার চোকদার প্রমুখ। ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও সদস্য সচিব ডা. তোফায়েল আহমেদের সঞ্চালনায়, ইউএনও সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল নাসের চৌধুরী চার্লেস প্রমুখ। নাজিরপুর (পি?রোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রাণিসম্পদ মেলায় ইউএনও ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। এ ছাড়া উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম?্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে প্রদর্শনী মেলায় প্রায় ৪০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। দুপুর ৩টার দিকে মেলায় অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার সমাপ্ত ঘোষণা হয়। এর আগে বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দীর স্বাগত বক্তব্যে ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে, মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহেনা আক্তার কাজমী। ডা. শুভ দাশের সঞ্চালনায়, মেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, জলদি অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা প্রমুখ। টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কাটাসহ বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস। সভাপতিত্ব করেন ইউএনও মো. মঈনুল হক। অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমুখ বক্তব্য রাখেন। কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউএনও মু. রাসেদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার পৃথ্বিজ কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার রাজীব কুমার রায়, কৃষি অফিসার কৃষিবিদ কাজী এজাজুল করিম, সমবায় অফিসার মোরাদ হোসেন, ইন্সপেক্টর তদন্ত খোরশেদ আলম, আনসার ভি ডি পি সম্পা বেগম। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাক্তার মুনতাসির মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, খামারিদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, ছানোয়ার হোসেন অর্ক। ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা পরিষদ চত্ব্বরের মাঠে এ মেলার উদ্বোধন শেষে এসিল্যান্ড তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রেনিং অফিসার ডা. কৃষ্ণমোহন হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি, ১নং ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক প্রমুখ। খামারিদের পক্ষে বক্তব্য রাখেন কোহিনুর খাতুন। দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, দাউদকান্দিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিলস্না-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এফ এম রকিবুল হাসান ভূঞা। উপস্থিত ছিলেন এসিল্যান্ড জিয়াউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কেরামত আলী প্রমুখ। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ইউএনও মো. ওবায়দুলস্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কাজী আশরাফুল ইসলাম, দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল ইসলাম। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় ইউএনও জান্নাত আরা তিথি বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। এ উপলক্ষে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ইউএনও'র সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী। এছাড়াও বক্তব্য রাখেন এসিল্যান্ড লিজা আক্তার বিথী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু আব্দুলস্নাহ প্রিন্স, খামারি মাহবুবুর রহমান প্রমুখ। দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর দুর্গাপুরে ইউএনও স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম, কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহীদুল হক। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল খামারি জিন্নাহ সরকার ও সফল উদ্যোক্তা গোলাম মোর্তুজা। হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হাটহাজারীতে ইউএনও এ.বি.এম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম। উপ-সহকারী কর্মকর্তা মতিনুল হক টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে উপজেলা শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়াম ও বালীগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব। এ সময় ইউএনও এস. এম ইমাম রাজী টুলু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভ‚ঁইয়া, পৌর কাউন্সিলর আফসার হোসেন, বাদল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় ইউএনও ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার হুমায়ুন কবির রিটন ও এলএফএ নাজনীন খানমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভ‚ঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান সুমী, কেন্দুয়া থানার ওসি এনামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম, জাহানারা এগ্রো ফার্মের ম্যানেজার আলিম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভাস্কর চন্দ্র তালুকদার।

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার কুমারখালীতে ইউএনও এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, এসি ল্যান্ড আমিরুল আরাফাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নাগেশ^রী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউএনও আশিক আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, প্রাণিসম্পদ অফিসার শহিদুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, প্রাণিসম্পদ সম্প্রাসণ অফিসার কোকিল চন্দ্র বিশ্বাস, থানার ওসি রূপকুমার সরকারসহ অনেকে।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা. সুজনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইসহাক আলী, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শালিখায় অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের এম.পি ড. বীরেন শিকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শাহিন আলম। বিশেষ অতিথি ছিলেন শালিখা থানার ওসি নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান শিকদার, খামারি আ. আলিম। সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল হুসাইন।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি সোহেল রানা, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। স্বাগত বক্তা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও ও এসিল্যান্ড মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রাহমান ফিজার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, সামেদুল ইসলাম প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠনে সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির। সংশ্লিষ্ট কার্যালয়ের অফিস সহকারী গোপাল দাসের উপস্থাপনায় ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণিসম্পদ প্রকল্পের কর্মকর্তা ডা. গোলাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় ইউএনও নাজনীন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী, কামারিয়া ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিল্টন কুমার বসাক প্রমুখ।

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি জানান, নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাঁস মুরগি, গরু ছাগলসহ বিভিন্ন খামারিয়া তাদের খামারের প্রাণী নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র জিএম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান ও সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাখাওয়াত কাজী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ ইউএনও মো. মনিরুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে