শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাসন্তী পূজা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাসন্তী পূজা

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর ঘাটে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বী অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা।

দেবীকে বিদায় জানানোর আগে শেষবারের মতো উৎসবে মেতে ওঠেন হিন্দু ধর্মাবলম্বীরা। শেষ মুহূর্তে দেবীর আরাধনায় ব্যস্ত ছিলেন অসংখ্য ভক্ত। আর এরই ফাঁকে চলছিল রং খেলা। পূজা শেষে ভক্তরা একে-অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন এবং গালে কেটে দেন রঙের আচড়। শুক্রবার এমন দৃশ্য চোখে পড়ে বাগাতিপাড়ে ইউএনও পার্কসংলগ্ন বড়াল নদীর ঘাটে।

বাগাতিপাড়ার শ্রী শ্রী শ্যামা কালীমাতা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শুভাশীষ গারোদিয়া ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ মহন্ত জানান, 'সর্ব মঙ্গলময়ী, শক্তিরূপিনী, কল্যাণময়ী, শ্রী শ্রী বাসন্তী দুর্গামাতার রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার মনস্থির করে ৫ দিনব্যাপী বাসন্তী দুর্গাপূজার আয়োজন করা হয়।'

আয়োজক সঞ্জয় আগরওয়ালা জানান, 'বাগাতিপাড়ায় এই প্রথম বাসন্তী দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। যার ফলে শুধু বাগাতিপাড়ার না পার্শ্ববর্তী লালপুর উপজেলারও অনেক হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের দেখেছি মায়ের আরাধনা করতে এসেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে