শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে আগুনে দগ্ধ তৃতীয় শ্রেণির ছাত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
ঈশ্বরদীতে আগুনে দগ্ধ তৃতীয় শ্রেণির ছাত্রী

পাবনার ঈশ্বরদীতে রিয়া খাতুন (১২) নামে শিশু শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছে। বুধবার উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ রিয়া মানিক নগর এলাকার পিন্টু বিশ্বাসের মেয়ে। রিয়া দিয়াড় সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাবরিনা রহমান জানান, আগুনে শিশু রিয়ার মুখ মন্ডল ছাড়া শরীরের প্রায় পুরোটায় পুড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক।

রিয়ার বাবা জানান, তিনি রূপপুর পারমাণবিক বিদু্যৎ কেন্দ্রে এবং তার স্ত্রী ঈশ্বরদী ইপিজেডে চাকরি করেন। আগুন লাগার ঘটনার সময় শুধু রিয়া ও তার ৩ বছর বয়সী ছোট ভাই বাড়িতে ছিল।

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে