মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাহাড়ের বুকে সম্প্রীতির ফুটবল ম্যাচ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
পাহাড়ের বুকে সম্প্রীতির ফুটবল ম্যাচ

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে সম্প্র্রীতির ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লংগদু ও দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী রেংক্যার্যা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ডানে আটারকছড়া বিজু উদযাপন কমিটির আয়োজনে ফুটবল খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বিজু উদযাপন কমিটির নেতৃবৃন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় চাকমা মিত্র ও রেংক্যার্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন বাবু রিটন চাকমা। এ ছাড়াও বক্তারা পুরস্কার বিতরণী শেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লংগদু উপজেলা আওয়ামী পরিবারের সমর্থনে প্রার্থী বাবুল দাশ বাবুকে চেয়ারম্যান পদে বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন স্থানীয় পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর সাধারণ লোকজন। খেলায় আটারকছড়া যুব সংঘ ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে জিদিন ক্লাব বিজয়ী হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে