মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী পুরাতুন চিন্তামন ঘোড়ার মেলা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী পুরাতুন চিন্তামন ঘোড়ার মেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে বসেছে ২০০ বছরের পুরনো পুরাতুন চিন্তামন ঘোড়ার মেলা। মেলায় ঘোড়া বেচাকেনার পাশাপাশি হরেক রকমের পসরা আর দর্শনার্থীর পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোড়া বেচাকেনা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে আলাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবুল হাসান আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, কর কর্মকর্তা নুর আলম ডাবলু। পুরাতুন চিন্তামন বর্তমানে মেলাবাড়ী বাজারসংলগ্ন মাঠে বসেছে এ মেলাটি, মেলায় বিভিন্ন জাতের ঘোড়ার আমদানি হয়েছে, ঘোড়ার পাশাপাশি চাক-চরকি, নাগরদোলাসহ বিভিন্ন বিনোদন রাইট এসেছে, সঙ্গে মিঠাই-মিষ্টান্নসহ হরেক রকম পসরা বসিয়েছে এ মেলায়। মেলার আয়োজন কমিটির আহ্বায়ক সৈয়দ আবুল হাসান আজাদ বলেন, এটি অতি প্রাচীনতম একটি পশুমেলা, এ মেলাটি ঘোড়া বেচাকেনার জন্য বিখ্যাত হওয়ায় এর নাম 'পুরাতুন চিন্তামন ঘোড়ার মেলা' বলে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে