বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী টানেলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
কর্ণফুলী টানেলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় টানেলের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে সহায়সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুঃখ-কষ্টে জীবন যাপন করছে। সূত্রে প্রকাশ বঙ্গবন্ধু টানেল নির্মাণে বাড়িঘর, বসতভিটা, ফসলি ভূমি ও দোকানপাট হারিয়েছে স্থানীয়রা। সংশ্লিষ্টদের পক্ষ থেকে টানেলে ক্ষতিগ্রস্ত বেশির ভাগ পরিবার ক্ষতিপূরণ পেলেও এখনো শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শনে আসেন। খবর পেয়ে ভূমিহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী ও বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহর নেতৃত্বে পতেঙ্গা টানেল অফিসে বিকালে সাক্ষাৎ করেন। ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার ক্ষতিপূরণ পায়নি বলে সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেনকে জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা শুনে সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন বিষয়টি সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে