মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আনোয়ারায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সভা আজ

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
আনোয়ারায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সভা আজ

চট্টগ্রামের আনোয়ারা শতাব্দীর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ২৯ এপ্রিল ১৯৯১তে নিহতদের স্মরণে স্মরণ সভা আজ শনিবার ২৭ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত হবে। আনোয়ারা রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। স্মরণসভা কমিটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান ৯১ ভয়াবহ প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে রায়পুর ইউনিয়নের তিন হাজার একশত এর ওপরেই শিশু নারী বৃদ্ধা মারা যায়। স্বজনরা এখনো শোক ও বেদনা কাটিয়ে উঠতে পারেনি। ঘরবাড়ি হারা লোকজন এখনো নতুন করে ঠিকানা করতে পারেনি। ৩০০ পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। তিনি বলেন স্মরণসভা দলমত নির্বিশেষে সকলেই উপস্থিত থাকবেন বলে আশা করছি। উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধসহ অবকাঠামো উন্নয়নের ত্বরান্বিত করতেই স্মরণ সভা আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে