শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুরে হজযাত্রীদের প্রশিক্ষণ সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
গাজীপুরে হজযাত্রীদের প্রশিক্ষণ সম্পন্ন

গাজীপুরে ১ হাজার ৪৮১ জন হজযাত্রীর প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গাজীপুর শহরের আহসান উলস্নাহ মাস্টার অডিটোরিয়ামে ওই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটির উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রশিক্ষণ সমন্বয়ক ও গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মনজুরুল আলম মজুমদার।

এতে অন্যান্যের মধ্যে হজের ধর্মীয় বিধি-বিধান নিয়ে আলোচনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী, হজের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে মুলতাজিন ট্রাভেলস'র স্বত্বাধিকারী মাওলানা আব্দুল মান্নান, স্বাস্থ্য সচেতনতা ও ক্লিনিক ব্যবহারে হজযাত্রীদের করণীয় সম্পর্কে আলোচনা করেন গাজীপুরের সহকারী সিভিল সার্জন ডা. এফএম আহসান উলস্নাহ, হজযাত্রীদের সাধারণ করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ ফয়েজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে