বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

  ০৩ মে ২০২৪, ০০:০০
আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ
আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

'তৃষ্ণা নিবারণে আমরা আছি আপনার পাশে' স্স্নোগান নিয়ে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ। তীব্র তাপপ্রবাহে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির ঢাকা মহানগর শাখা এ কার্যক্রমে সহযোগিতা করে।

বৃহস্পতিবার বেলা ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর মিরপুর ১০নং গোলচক্কর ফায়ার সার্ভিসের ১নং গেইট, মিরপুর ১৩ ও ১৪ নম্বরের প্রধান সড়কে পিক-আপ ভ্যানে করে শ্রমজীবী ও পথচারীদের বোতলজাত বিশুদ্ধ শীতল পানি ও ওর স্যালাইন বিতরণ করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ। এ সময় সংগঠনের সভাপতি আব্দুলস্নাহ আল মামুন লাভলু বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উন্নয়নের বাংলাদেশকে এগিয়ে নিতেই আমাদের এ চলমান কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। যতদিন তাপপ্রবাহ থাকবে ততদিন এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।'

1

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউদ্দিন আহমেদ মজুমদার রাজিব, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, সদস্য দেলোয়ার জুগলু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে