রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে -নজরুল ইসলাম এমপি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ০০:০০
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স পরিদর্শন করেন কৃষিবিদ নজরুল ইসলাম এমপি -যাযাদি

ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম বলেছেন, 'বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। একজন সংসদ সদস্য হিসেবে এলাকার স্বাস্থ্যসেবার খোঁজখবর নেওয়া আমার কর্তব্য। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ঠিকমতো সেবা পায়।'

মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স পরিদর্শন করে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স প্রান্তিক পর্যায়ে দেশের সেরা সরকারি হাসপাতালগুলোর মধ্যে একটি। কাজেই এখন থেকে আরও গুরুত্বসহকারে কাজ করার মধ্য দিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন বিভাগ, চিকিৎসকদের কক্ষ, স্টোর রুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসক-নার্স উপস্থিতি ও খাবারের মান কেমন তা খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাহেদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাহুল চক্রবর্তী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে