শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দুমকিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ১৭ মে ২০২৪, ০০:০০
দুমকিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ!

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদারকে শো'কজ নোটিশ দিয়েছে প্রশাসন। বুধবার সকালে পটুয়াখালীর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার স্বাক্ষরিত চিঠিতে ওই প্রার্থীকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন। পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার যাদব চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্বাচনী সভা করা ও উস্কানিমূলক বক্তব্যে আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে শো'কজ নোটিশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। উলেস্নখ্য, আগামী ২৯ মে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে