শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

'প্রতিবন্ধীরা বোঝা নয় দেশের সম্পদ'

কয়রা (খুলনা) প্রতিনিধি
  ১৭ মে ২০২৪, ০০:০০
'প্রতিবন্ধীরা বোঝা নয় দেশের সম্পদ'

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ। সরকারি ও বেসরকারি উদ্যোগে তাদের সহযোগিতা করে দেশের উন্নয়নের মূল স্রোত ধারায় শামিল করতে হবে। তবেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদের নির্মাণ সহজতর হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে সওয়াবের উদ্যোগে একশত প্রতিবন্ধীদের মাধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক মেজবাউদ্দিন'র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কয়রা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, খুলনা জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, সওয়াবের সহকারী ম্যানেজার আবু সাইদ, সওয়াবের কয়রার সমন্বয়ক সরদার আবু হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে